
The Truth of Bengal: রাঘবের ‘কাঞ্চনা’ মানেই হরর কমেডি যারা পছন্দ করেন সেই সকল দর্শকদের কাছে একটি জেম। হরর সিক্যুয়েন্সের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি এই ‘কাঞ্চনা’। এবং সিনেমাটি দেখননি এরকম অনেক কম মানুষই রয়েছেন। যা দর্শকদের কাছে শুধুমাত্র প্রচুর প্রশংসা অর্জন করেনি বরং অনেক নামী পরিচালক এবং নির্মাতাদেরকে কমেডির সাথে হররের সংমিশ্রণটি একপ্রকার এক নতুন চমকে রূপান্তরিত করে নেয় ইন্ডাস্ট্রিনে।
সম্প্রতি এক গোপন সূত্রে শোনা গেল আবারও ফিরছে কাঞ্চনা। সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাঘব লরেন্স ‘কাঞ্চনা’র নতুন সিক্যুয়েলের পরিকল্পনা করা হয়েছে। যার ফিরবে নতুন রূপে। ‘কাঞ্চনা ৪’ মানেই দর্শকদের মধ্যে আবারও ফিরবে উত্তেজনা। যা কিছুটা হলেও এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল, ‘Aranmanai 4’ যা দেখার পরে হরর লাভারদের কাছে আবারও একটি খুশির খবর চলে এসেছে তা বলাইবাহুল্য। তবে শোনা যাচ্ছে এই সিনেমাটি রাঘব নিজেই পরিচালনা করবেন সঙ্গে সিনেমাটিতে তাঁকেই দেখা যাবে মুখ্য চরিত্রে অভিনয় করতে। যদিও এখনও পর্যন্ত রাঘব কিংবা কোনও ফিল্ম ফ্র্যাঞ্চাইজির থেকে এখনও কোনও অফিসিয়াল ভাবে কোনও ঘোষণা করা হয়নি। যদি খবরটি সত্যি হয় তবে সিনেমা প্রেমীদের কাছে আরও একটি ভালো হরর কমেডি খুব শীঘ্রই আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।