কার্নিভালে তালের অমিল, ডান্ডিয়া থামিয়ে রচনাকে বকা মমতার
In the carnival rhythm mismatch, Dandiya stops Rachna and Baka Mamtar

Truth Of Bengal: মঙ্গলে ধুমধামের সাথে পালিত হল ২০২৪-এর দুর্গা পুজো কার্নিভাল। আর সেই কার্নিভালের উৎসবে ভিড় করেছিল বহু চেনা মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মুখ হল সৌমিতৃষা কুণ্ডু, ঋতুপর্ণা সেনগুপ্ত, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আর হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে খোশ মেজাজে ডান্ডিয়া নাচ উপভোগ করতেও দেখা গিয়েছে এই কার্নিভালে। সেই নাচেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়।
View this post on Instagram
সেই ভিডিওতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী কখনও জুন মালিয়া আর কখনও রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডান্ডিয়া নাচ করছেন। কিন্তু জুন ঠিক থাক তাল মেলাতে পারলেও রচনা তাঁর সঙ্গে সঠিক তাল মেলাতে পারেননি। আর তার জন্য একটু বিরক্তের ছাপও দেখা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তা নিয়ে বেশ শোরগোল পড়েছে নেট পাড়ায়।
ওই ভিডিওর কমেন্টে একজন লিখেছেন, ‘বেহায়াপনা করার একটা সীমা থাকে, এরা সেটাও অতিক্রম করেছে। ছিঃ ধিক্কার।’ আরেকজন বলেন, ‘আমি তো ভাবলাম, এই বুঝি লাঠির বাড়ি পড়ল’। আরও একজন লিখেছেন, ‘আর কত নীচে নামবেন। টিভিতে নিজের মুখ দেখতে লজ্জা করে না?’