বিয়ের পর প্রথম গনেশ চতুর্থী কেমন ভাবে উদযাপন করলেন সোনাক্ষী-জাহির
How did Sonakshi celebrate the first Ganesh Chaturthi after marriage-Zaheer

Truth Of Bengal: বলিউডের চর্চিত কাপেল সোনাক্ষী সিনহা ও জাহির খান। দীর্ঘদিন প্রেমের পর গত ২৩ জুন চার হাত এক করেন সোনাক্ষী – জাহির। তাদের বিয়ে আন্তঃধর্মীয় হওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোলের শিকার হন তারা। এমনকি পোস্টে কমেন্ট সেকশন বন্ধ করতে বাধ্য হন।
এবার তাদের প্রথম গনেশ চতুর্থীতে একসঙ্গে ছবি শেয়ার করে ট্রোলারদের মুখে ঝামা ঘষলেন তারকা দম্পতি। অর্পিতা খান শর্মা গ্র্যান্ড গণপতি উদযাপন অনুষ্ঠানে জাহিরের সঙ্গে আরতির একটি ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেছেন সোনাক্ষী। ক্যাপশনে লিখেছেন ‘যখন কোনও দম্পতি একে অপরের বিশ্বাসকে সত্যিকারের সম্প্রীতিতে সম্মান জানায় তখন ভালবাসা শ্রদ্ধায় বৃদ্ধি পায় … বিয়ের পর আমাদের প্রথম গণপতি’। ভিডিওটিতে সোনাক্ষীর পরনে ছিল সিলভার জারদোজি এবং হ্যান্ড এমব্রয়ডারির কাজ সহ একটি টিল ব্লু ফ্লোয়ি আনারকলি, অন্যদিকে জাহিরের পরনে ছিল নীল এবং সাদা কুর্তায় দেখা যায়।
উল্লেখ্য গত ২৩ জুন পরিবার , বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির সহকর্মী সহ প্রিয়জনদের সাক্ষী রেখে চারহাত এক করেন সোনাক্ষী – জাহির। তাদের জীবনে প্রেম শুরু হয় ২০১৭ সালের ২৩ জন ৭ বছর পর একই দিনে গাঁটছড়া বাঁধেন তারকা দম্পতি। এই দিনটি তাদের কাছে বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে ।