বিনোদন

নতুন বছরের শুরুতেই সুখবর, ফের মা হচ্ছেন ইলিয়ানা!

Good news at the beginning of the new year, Ileana is becoming a mother again!

Truth Of Bengal: নতুন বছর শুরু হতে না হতেই বলিউডে সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ!

বুধবার সকালেই নিজের দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা উস্কে দেন ইলিয়ানা। বছরের প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী আর সেই ভিডিওতেই বেড়েছে ইলিয়ানার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন। কি আছে সেই ভিডিওতে?

ইলিয়ানা যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, ২০২৪ সালের বারোটা মাস কেমন কেটেছে, সেই সমস্ত মুহূর্ত কোলাজ করে ভিডিও বানিয়েছেন। জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বরের বিভিন্ন মুহূর্ত ভাগ করেছেন অভিনেত্রী। কখনো ছেলে কোয়ার সঙ্গে আবার কখনোও পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। তবে নেটিজেনদের একাংশের চোখ আটকেছে অক্টোবর মাসে। কারণ, অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। আর তাতেই শুরু গুঞ্জন। ইলিয়ানা নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তবে এখনও এই বিষয়ে নিজে কিছু বলেননি ইলিয়ানা।

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন  ইলিয়ানা ডিক্রুজ। ২০২৩ এর আগস্ট মাসে জন্ম হয় এক রত্তির।ইলিয়ানা ছেলের নাম রেখেছেন কোয়া। সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। জানা যায়, ২০২৩  সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। উল্লেখ্য, বলিউডে এখন আর খুব বেশি ছবিতে দেখা যায় নাহ  ইলিয়ানাকে। তাকে শেষবার দেখা গিয়েছিল দো অউর দো পেয়ার ছবিতে।আগামীতে ছোট পর্দার এক সিরিজ়ে দেখা যাবে তাঁকে। তবে শুধু বলিউড নয় দক্ষিণী ছবিতে ও দারুন জনপ্রিয়। তবে এখন আপাতত পরিবার নিয়েই ব্যস্ত ইলিয়ানা। এখন দেখার অভিনেত্রীর দ্বিতীয়বার মা হঠাৎ গুঞ্জন কতটা সত্যি হয়।

Related Articles