বিনোদন
প্রকাশ্যে ‘ভূতপরী’র ঝলক,ভূতের রোলে প্রথমবার জয়া আহসান
Glimpses of 'Bhutpari' in public, Jaya Ahsan in the role of a ghost for the first time

The Truth Of Bengal: ফেব্রুয়ারিতে আসতে চলেছে ভূতপরী। এই প্রথম কোনও হরর ফিল্মে অভিনয় করেছেন জয়া আহসান। কিছুদিন আগে ছবির ফার্স্ট লুক প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছিলেন লিখেছিলেন যে ভূত মরে এবার পরী হবে! কীভাবে শান্তি পাবে জয়ার অতৃপ্ত আত্মা? তাই উঠে এসেছে পরিচালক সৌকর্য ঘোষালের এই ছবিতে। শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার।
Free Access