
The Truth of Bengal: ভালবাসার মরশুমে এবার আপনার জন্য অপেক্ষা করছে বেশ কিছু বাংলা ছবি। তার মধ্যে যেমন রয়েছে ভিন্নস্বাদের ভুতের ছবি ভূতপরী, তেমনি রয়েছে টলিউড অভিনেতা বিক্রমের সোসিও অ্যাকশন ড্রামা পারিয়া। এই দুটো ছবির পাশাপাশি মুক্তি পাবে ফ্যামিলি ড্রামা সেদিন কুয়াশা ছিল। টলিউডের এই তিনটি ছবির সঙ্গে আগামি শুক্রবার মুক্তি পাবে বলিউড স্টার শাহিদ কাপুরের রোম্যান্টিক সাই-ফাই তেরি বাঁতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া। তবে, এই চারটি ছবির মধ্যে প্রেম দিবসের প্রাক্কালে মূল লড়াই হবে ভূতপরীর সঙ্গে পারিয়ার। ৯ ফেব্রুয়ারি টলিউডের বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে জয়া ও বিক্রম। জয়ার ভূতপরীকে টক্কর দেবে বিক্রমের পারিয়া। সৌকর্য ঘোষালের ভূতপরী ছবির হাত ধরে প্রথমবার পর্দায় ভূত অবতারে ধরা দেবেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। চিত্রনাট্য অনুসারে একজন ভূত যে গ্রামে ঘুরে বেড়ায়, ভয় দেখায় সে কীভাবে পরীতে পরিণত হয় তাই দেখা যাবে ভূতপরীতে।
অপরদিকে,একইদিনে সারমেয়দের ত্রাতা হয়ে বড়পর্দায় ধরা দেবেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের এই ভিন্নধরণের ছবির ট্রেলার। এই ছবিতে উঠে আসবে অবলা প্রাণী, মূলত কুকুরদের জন্য লড়াই করা কিছু মানুষের গল্প। যেখানে বিক্রমের সঙ্গে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র,অঙ্গনা রায় ও অম্বরীশ ভটাচার্যের মতন টলিউড অভিনেতারা। এই দুটো ছবির সঙ্গে একদিনেই মুক্তি পাবে সেদিন কুয়াশা ছিল। টলিউডের এই নতুন পারিবারিক ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন জিতু কমল ও পরান বন্দ্যোপাধ্যায়। আমাদের চারপাশের হারিয়ে যাওয়া সম্পর্কগুলোর মেলবন্ধন ঘটবে পরিচালক অর্ণব মিদ্যার এই ফ্যামিলি ড্রামায়।
টলিউডের বক্স অফিসে তিন-তিনটি ছবি মুক্তি পেলেও প্রেম দিবসে কিন্তু বলিউডের একটি মাত্র ছবিই মুক্তি পেতে চলেছে। সেটি হল শাহিদ-কৃতি জুটির তেরি বাঁতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া। এটি একধরণের রোম্যান্টিক সাই-ফাই। এক অসম্ভব লাভ স্টোরির এক অনবদ্য কাহিনি উঠে আসবে, ছবিতে দেখা যাবে এক রোবটের প্রেমে পড়েছেন শাহিদ কাপুর । আর এই রোবটের ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া ও ধর্মেন্দ্র। মানুষ ও রোবটের এই অসম প্রেমপর্ব শেষপর্যন্ত কোনদিকে যায় সেটা নিয়েই এই ছবিটি। তাই প্রেম দিবসের আগের সপ্তাহ থেকেই রোমান্স , সাসপেম্স থেকে কমেডি সবেতেই ভরপুর মজে থাকবে সিনেপ্রেমীরা তা বলা যেতেই পারে।