
The Truth of Bengal : আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। জানা যাচ্ছে , একটি হার্ট ব্লক হয়ে গিয়েছিল অনিন্দিতার।এর জেরে তাঁর অস্ত্রোপচার করতে হয় বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে অনিন্দিতার। এখন তিনি সুস্থ ।
ফেসবুক পোস্ট করে তিনি ভালো আছেন বলে নিজেই জানিয়েছেন। নিজের অসুস্থতার কথা জানাতে একের পর এক পোস্ট করেন অনিন্দিতা। প্রথমে হাসপাতালে ভর্তি হবার একটি ছবি শেয়ার করে তিনি জানান বুকে ব্যথার জেরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে যাওয়ার আগে তিনি একটা পোস্ট দেন। সর্বশেষ পোস্ট করে পরিচালক লেখেন, “একটা হার্ট পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল। অ্যাঞ্জিপ্লাস্টি হয়ে গিয়েছে। হার্ট এখন পুরোপুরি ভালো আছে।” নিজের চিকিৎসার জন্য চিকিৎসক ইন্দ্রাণী গুহ ও হেমা রথকে ধন্যবাদ জানান অনিন্দিতা।
চিকিৎসকদের মতে হার্টের অসুখের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হল ব্লকেজ বা হার্টে রক্ত চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাওয়া। আসলে এ দেশের মানুষের মধ্যে হার্টে একের বেশি ব্লক থাকা খুব সাধারণ ঘটনা। নিত্য এমন রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এই তালিকায় , অল্পবয়সিরাও বাদ নেই। তাই এধরনের সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য প্রতি ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।