বিনোদন
Trending

মিঠুনকে পিছনে ফেলল দেব, শীতের মরশুমে কেমন ব্যবসা করল দুই ‘বড়’ বাংলা ছবি…

Deb threw Mithun back, how did two 'big' Bengali films do business in the winter season.

The Truth Of Bengal: গত বছর ‘প্রজাপতি’ ছবিতে দেব-মিঠুন জুটিকে দেখেছিলেন দর্শক। এই বছর তাঁরা অবশ্য ভিন্ন শিবিরে। চলতি মাসের শুরু থেকেই দেবের প্রধান এবং মিঠুনের কাবুলিওয়ালা এই দুই বাংলা ছবিকে নিয়ে আগ্রহের পারদ শীতের মরশুমে তুঙ্গে উঠেছে। ক্রিসমাসের ছুটির মরশুমে কেমন ব্যবসা করল এই দুটি ছবি চলুন তাই এবার দেখে নিই।

বড়দিনের প্রাক্কালে মুক্তি পেয়েছে দুই ‘বড়’ বাংলা ছবি। এক দিকে রয়েছে দেব অভিনীত ‘প্রধান’। অন্য দিকে, মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’। গতবছর প্রজাপতির হাত ধরে মিঠুন ও দেব একসঙ্গে ক্রিসমাসের বক্স অফিস মাতিয়েছিল। এবার দুজনে একেবারে মুখোমুখি। বক্স অফিসের খবর অনুযায়ী কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।বছর শেষে টলিপাড়ায় দুই বাংলা ছবির টক্কর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

খবরের সূত্র অনুযায়ী, দু’টি ছবিই উনিশ-বিশের ফারাকে লড়াই করছে। শুরুতে ‘কাবুলিওয়ালা’র গতি একটু ধীর ছিল। কিন্তু মিঠুনের অভিনয় এই ছবির টিকিট বিক্রির হার সময়ের সঙ্গে বাড়িয়েছে। অন্য দিকে, বিগত তিন বছর ধরে বড়দিনে ছবি নিয়ে আসছেন দেব। তাই প্রত্যাশা মতো শুরু থেকেই ‘প্রধান’ জোরকদমে যাত্রা শুরু করেছে।বড়দিনে ‘প্রধান’-এর শো হাউসফুল হয়েছে। ‘কাবুলিওয়ালা’রও প্রায় হাউসফুল। দুটো ছবিই খুব ভাল ব্যবসা করছে। ইতিমধ্যেই কাবুলিওয়ালকে কিছুটা পিছনে ফেলে দিয়ে প্রধান ব্যবসা করেছে ১কোটি ২৫লক্ষ টাকা এবং কাবুলিওয়ালার আয় সেখানে ১কোটি টাকা। দুই ছবির এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে আখেরে লাভ হচ্ছে টলিউডের তা বলা যেতেই পারে।

Free Access

Related Articles