বিনোদন

প্রকাশ্যে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র প্রি-টিজার

Byomkesh o Durgarahasya Pre-Teaser

The Truth of Bengal: রাতে বিদ্যুতের ঝলকানি। চারিদিকে তুমুল শব্দ। আচমকাই ধুতি-পাঞ্জাবি পড়া এক ব্যক্তির দূর্গর সিঁড়ি দিয়ে হাতে হ্যারিকেন নিয়ে এগিয়ে চলা। সত্যের খোঁজে দেবের যাত্রা শুরু। সঙ্গে শুরু ব্যোমকেশ ও দূর্গ রহস্যর প্রি টিজার। শুরুটাই হল রহস্যের হাতছানির সঙ্গে। রুপোলি পর্দায় বাঙালী দর্শক গোয়েন্দা চরিত্রে বারবার খুঁজে পেয়েছে কখনও উত্তমকুমারকে, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

আবার কখনও যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভাট্টাচার্যের মতো অভিনেতাদের। সেই তালিকায় এবার নয়া সংযোজিত হল দেবের নাম। গত ২৮ জানুয়ারী দেব ঘোষণা করেছিলেন ব্যোমকেশের কথা। তারপর থেকে একাধারে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তিনি, তেমনই বহু সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে সব কিছুর উর্ধে উঠে নিজের সাফল্যকেই গুরুত্ব দিয়েছেন অভিনেতা। দেব এন্টারটেইনমন্ট ভেঞ্চারস ও শ্যাডো ফিল্মসের প্রযোজনায় তৈরি ব্যোমকেশ ও দূর্গ রহস্য।

দিনের পর দিন অভিনেতা, কলাকুশলীরা শুটিং করেছেন ঝাড়খণ্ড থেকে শুরু করে বোলপুরের মতো জায়গায়। সেই পরিশ্রমের ফলই এবার আসতে চলেছে দর্শকদের সামনে। শুরুটা হল প্রিটিজার দিয়ে। তবে এর আগে সোশ্যাল মিডিয়া দেব জানিয়েছিলেন ব্যোমকেশ হবে গ্লোবাল। প্রটিজারেও বজায় রাখার চেষ্টা থাকল সেই আবহই। খুব শিগগিরিই টিজার প্রকাশেরও আশ্বাস পাওয়া গিয়েছে।

Related Articles