বিনোদন

মেট্রোয় গড়ে ওঠা অজানা বন্ধুত্বের কাহিনী নিয়ে আসছে 8 A.M. Metro 

Bringing the story of an unknown friendship developed in the metro 8 A.M. Metro

The Truth of Bengal: এমন অনেক সময় আসে যখন চেনা মানুষের থেকে আপন হয়ে ওঠেন অজানা কিছু মানুষ। এবার ভাবুন তো আপনার এমন কারোর সাথে বন্ধুত্ব হয়ে গেল যাকে শুধু আপনি মেট্রোতে দেখতে পান। প্রতিদিন ঠিক সকাল ৮ টায়। এবার এমনই এক চেনা রাস্তায়, চেনা মেট্রোয় অচেনা দুজনের গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্কের গল্প নিয়ে আসছে 8 A.M. Metro। এই সিরিজের ট্রেলার অন্তত সেই কথাই বলছে … চেনা রাস্তা, চেনা মেট্রো আর অচেনা দুটো মানুষ। অজানা কথা, অজানা পরিচয় তবে জানা শুধু সময়টা। একটা অজানা বন্ধুত্ব গড়ে ওঠা হায়দ্রাবাদ মেট্রোয়। নিজেদের ভালোলাগা ভালবাসা গুলোকে একটু একটু করে একে অপরের সাথে শেয়ার করে নেওয়া। একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো মেট্রোর কামারার মধ্যে। এরপরেই আঁচ বাস্তবের। দূরত্ব আর চোখের জল। এই নিয়েই গড়ে উঠেছে 8 A.M. Metro। রাজ রাচাকন্ডা পরিচালিত ও সাইয়ামি খের ও গুলশান দেভাইয়া অভিনীত এই সিরিজে একজন নারী ও পুরুষের মধ্যেকার সম্পর্কের যে ছোট ছোট অনুভূতিগুলি গড়ে ওঠে তাই ফুটে উঠেছে সম্পূর্ণ ট্রেলার জুড়ে।

 

Related Articles