বিনোদন

অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে বোমা-হুমকি, আরও বাড়ল নিরাপত্তা

Bomb threat, security beefed up at Anant Ambani's wedding ceremony

The Truth Of Bengal: অনন্ত আম্বানির বিয়ের পর্ব এখনও শেষ হয়নি। হাইপ্রোফাইল সেই বিয়ের অনুষ্ঠানে এবার বোমাতঙ্ক। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি বার্তা ঘিরে বাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বোমা-হুমকি সামনে আসতেই নিরাপত্তা বাড়ানো ব্যাপক। কোথা থেকে কে এই হুমকি দেয়, তা জানতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

বোমা মারা সংক্রান্ত এক্স হ্যান্ডলে ওই হুমকি বার্তা প্রথমে নজরে পড়ে পুলিশের। @FFSFIR নামের এক এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘আমার মাথায় এক অদ্ভুত ভাবনা আসছে। যদি আম্বানির বিয়েতে একটি বোমা মারা হয়, অর্ধেক পৃথিবী ছিন্নভিন্ন হয়ে যাবে। কয়েকশো কোটি ডলার শুধুমাত্র একটি পিনকোডের ওপর দাঁড়িয়ে।’ পুলিশ প্রাথমিক ভাবে মনে করে মজা করা জন্য কেউ এটা করেছে। তা সত্ত্বেও পুলিশ বিষয়টি হালকা ভাবে নেয়নি।

এই ঘটনার এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। তবে পুলিশ স্বতপ্রণোদিত ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই এক্স হ্যান্ডেল ব্যবহারকারীর খোঁজ শুরু হয়েছে। জোরদার তদন্তে নেমেছে মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চ। বিয়ের অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তা আছে অনুষ্ঠান স্থলে। কোনও খামতি রাখা হয়নি। কারণ, সেখানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী-সহ সেলেব্রিটি জগতের প্রায় সবাই। বিদেশের বিখ্যাতরাও আমন্ত্রিত ছিলেন। ফলে নিরাপত্তার ছিল শীর্ষ পর্যায়ের। এই বোমা-হুমকির পর সেই নিরাপত্তা আরও বাড়ানো হল।

Related Articles