
The Truth of Bengal: জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী সিনহা। এ গুঞ্জন বহু পুরোন। তবে সোনাক্ষী কিংবা জাহির কেউই এতদিন এনিয়ে কিছু খোলসা করেননি। একে অপরের সঙ্গে ছবিও পোস্ট করেননি। তবে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। গত মে মাসে বাম হাতের অনামিকায় হিরের আংটি পরে ছবি পোস্ট করেন সোনাক্ষী।
লেখেন, ‘আমার বিশেষ দিন’। কোনও এক পুরুষের কাঁধে মাথা রাখতেও দেখা যায় শত্রুঘ্ন সিনহা কন্যাকে। তবে সেই পুরুষের মুখ দেখা যায়নি। তখনই গুঞ্জন ছড়়িয়ে পড়ে জাহির ইকবালের সঙ্গেই বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জনে সোনাক্ষী এবং জাহির দুজনেই আবারও চুপ।ইকবাল ও সোনাক্ষীকে সামনে পেয়ে পাপারাৎজিরা জিজ্ঞেস করে ফেললেন আপনাদের বিয়ে কবে? সোনাক্ষী কিন্তু এই প্রশ্নের উত্তরে হেসেছেন।
বরং ইশারায় বলেছেন হবে হবে… শীঘ্রই হবে!বহুদিন ধরেই খবরে এসেছে জাহির ইকবালের সঙ্গে বহুদিন প্রেম করার পর এবার নাকি তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। সোনাক্ষীর ইনস্টাগ্রামের ছবি দেখার পর রটে গিয়েছে জাহিরের সঙ্গেই নাকি বাগদান সেরেছেন অভিনেত্রী। তবে বাগদান নিয়ে কোনও মুখ খোলেননি সোনাক্ষী।