বিনোদন

প্রকাশ্যে ভুলভুলাইয়া ৩-র ট্রেলার, ডবল মঞ্জুলিকার ডবল ধামাকায় বিপাকে রুহ বাবা

Bhulbhulaiyaa 3 Trailer Out, Ruh Baba In Trouble With Double Manjulika's Double Dhamaka

Truth Of Bengal: নিজের সিংহাসন ছিনিয়ে নিতে আসছে মঞ্জুলিকা। কিন্তু এবার মঞ্জুলিকাকে টেক্কা দিতে আসছে আরও এক মঞ্জুলিকা। সেখানেই পুরোনো মঞ্জুলিকা, বিদ্যা বালানের সঙ্গে দেখা যাবে আরও এক মঞ্জুলিকা মাধুরী দিক্ষীতকে। বিদ্যা-মাধুরীর এই দ্বৈরথের মধ্যেই কে আসল মঞ্জুলিকা সে নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পড়েছেন রুহ বাবা ওরফে কার্তিক আরিয়ান। দীপালীতেই বড়পর্দায় আসছে ভুলভুলাইয়া ৩। ইতিমধ্যেই প্রকশ্যে এল ছবির ট্রেলার।

এবার দীপাবলীতে গা ছমছমে ভৌতিক অনুভূতির সঙ্গে দমফাটার হাসির মিশ্রণ নিয়ে আসছে মঞ্জুলিকা ও রুহ বাবা। দীপাবলীতেই মুক্তি পাচ্ছে  কার্তিক আরিয়ান বিদ্যা বালান ও তৃপ্তি দিমরির ‘ভুলভুলাইয়া ৩’। মোশন পোস্টারের মাধ্যমে আগেই ঘোষণা করা হয়েছিল। টিজারের পর এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলারও। টিজারে আবারও ভয়ানক মঞ্জুলিকার অবতারে বাজিমাত করেছেন বিদ্যা বালান। আর এবারে ছবির চমক দ্বিতীয়  অন্যদিকে আবারও চমত্কারী রুহ বাবার চরিত্রে চমত্কার দেখিয়েছেন চকলেট হিরো কার্তিক।

২০০৭ সালে মুক্তি ‘ভুলভুলাইয়া ফ্র্যাঞ্জাইজির প্রথম ভাগ। সেখানেই পরিচালকের তুরুপের তাস ছিল মঞ্জুলিকা অবতারে বিদ্যা বালান। এরপর ২০২২ সালে ‘ভুলভুলাইয়া ২’ মুক্তি পেলেও এবং সেখানে মঞ্জুলিকার গল্প থাকলেও সেই চরিত্রে দেখা যায়নি বিদ্যাকে। তাঁর পরিবর্তে মঞ্জুলিকা রূপে দেখা গিয়েছিল তাব্বুকে। তবে এবার ৩ ভাগে আবারও মঞ্জুলিকা রূপে দেখা যাবে বিদ্যাকে এবং মাধুরীকে। অর্থাত্ এবার যে বিনোদন আরও বেশি ধামাকাদার হতে চলেছে তার আভাস পাওয়া গেল ট্রেলারেই।

ট্রেলারের শুরুতেই দেখা যায় “আমি মঞ্জুলিকা” বলে চিৎকার করে উঠেন বিদ্যা বালান। অন্যদিকে রুহ বাবা ওরফে কার্তিক আরিয়ানকে বলতে দেখা যায় কীভাবে ভূতকে ভয় না পেয়ে তার সুযোগ ওঠানো উচিত। ট্রেলারে কার্তিক, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের কিছু হাস্যকর মুহুর্তও যেমন দেখা গিয়েছে তেমনই দেখা গিয়েছে কার্তিক-তৃপ্তির রোম্যান্সের ঝলকও।

Related Articles