বিনোদন
Trending

কোন ক্যাফের সাউথ ইন্ডিয়ান ফুডস এর সমাহারে ছিল অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের মেনু! জানলে অবাক হবেন! 

Anant-Radhika's 2nd pre-wedding menu with South Indian Foods! You will be surprised if you know a cafe!

The Truth Of Bengal: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের উদযাপন চলছে সেই মার্চ থেকে। মার্চ মাসে প্রথমবার জামালনগরে ৩ দিন ধরে তাদের বিয়ের সেলিব্রেশন চলেছিল। সেখানে তাঁদের বন্ধু এবং পরিবারের সদস্য ছাড়াও বলিউডের সব তারকাদের জমায়েত ছিল। সেলিব্রেশন এপ্রিল ও মে অর্থাৎ দুমাস ধরে চলছে। আগামী জুলাই মাসের ১২ তারিখ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।

এবার পুরোদমে তাদের দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের সেলিব্রেশন শুরু হয়েছে। আগের মত এবারও তারকাদের সমাহার জমেছে। ধামাকাদার পারফরম্যান্স দিয়ে সেলিব্রেশন আরও উজ্জ্বল করেছে তারকামহল। কিন্তু এবার জানা গেছে এই লাভ বার্ডস তাদের সেলিব্রিটি অতিথিদের জন্য কীরকম খাবারের আয়োজন করেছিল। পিওর সাউথ ইন্ডিয়ান খাবারের আয়োজন করেছিলেন এক ফেমাস ক্যাফে থেকে। তাদের এই  দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের সেলিব্রেশন চলছে এক ক্রুজে এমনটাই জানা গেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে যে মেনুতে ছিল পিওর সাউথ ইন্ডিয়ান খাবার, তাও আবার বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে থেকে। এমনকি ক্যাফের স্টাফদের উপস্থাপনা এবং খাবার নিয়েও পোস্ট শেয়ার করা হয়েছে।

অতিথিদের সেরা খাবার পরিবেশনের পাশাপাশি, দম্পতি বিভিন্ন ইন্টারন্যাশনাল গায়কদের পারফরমেন্সের জন্য ব্যবস্থা করেছেন। কেউই এই বিলাসবহুল ক্রুজে পারফর্ম করা থেকে বাদ পড়েননি। অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং ব্যাশের ভিডিয়োটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়োতে চোখে পড়ছে গুরুকে মঞ্চে পারফর্ম করতে। গাইছেন তার হিট ট্র্যাক ‘মরনি বাঁকে’।