বিনোদন

সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে প্রেমে মজেছেন অমিতাভ বচ্চনের নাতনি

Relationship with Siddharth Chaturvedi is Navya Noveli Nanda

The Truth of Bengla: ডিনার ডেটে নভ্যা এবং সিদ্ধান্তের সঙ্গে যোগ দেন শ্বেতা মুম্বইয়ে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন নভ্যা এবং সিদ্ধান্ত। এই চর্চিত দম্পতির সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন শ্বেতা বচ্চন। পরিচালক শকুন বাত্রাও ছিলেন নৈশভোজে।  চলতি বছর এপ্রিল মাসে গোয়া থেকে একসঙ্গেই মুম্বই ফেরেন নভ্যা নভেলি নন্দা ও সিদ্ধান্ত চতুর্বেদী। গোয়া থেকে বেরিয়ে ফেরার পর মুম্বই বিমানবন্দরেই প্রথম একত্রে ধরা দেন তাঁরা। মুম্বইয়ে ফেরার সময় তাঁদের পোশাকে ছিল রং-মিলান্তি।

চলতি বছরের গোড়ার দিকে একটি ফ্যাশান শোয়ে নভ্যাকে সিদ্ধান্তের বাবা-মায়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। গত ডিসেম্বরে পরিচালক অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনের পার্টিতেও তাঁদের একসঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছিল। এমনকি করণ জোহরের ৫০ বছরের জন্মদিন পার্টি সহ বেশকিছু পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।

সিদ্ধান্ত চতুর্বেদীকে নভ্যার সঙ্গে ডেটিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আমি কারোর সঙ্গে ডেট করছি না, আপনাদের ভাবনা যেন সত্যি হয়।’ প্রসঙ্গত এর আগে জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে নভ্যার প্রেমর গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও তাঁরা সেটা অস্বীকার করেছিলেন। এখন আর অবশ্য তাঁদের একসঙ্গে দেখাও যায় না।

Related Articles