বিনোদন

আসছে আলিয়া-রণবীর-ভিকির লাভ অ্যান্ড ওয়ার, ঘোষিত হল ছবি মুক্তির নতুন দিন

Alia-Ranveer-Vicky's Love and War is coming, the new release date has been announced

Truth Of Bengal: বড়পর্দায় জুটি বেঁধেছেন সঞ্জয়লীলা বানশালি, আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল।  বড়পর্দায় আসতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। বহু প্রতিক্ষীত এই ছবি মুক্তির আবারও নতুন দিন ঘোষণা করল পরিচালক। ছবিটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। তার বদলে ২০২৬ সালের ২০ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যেহেতেু সেই সময়টিতে রামজান, গুড়ি পাড়ওয়ার ও রামনবমীর মতো উত্সবের আমেজ থাকে তার জন্যই ছবি মুক্তির দিন হিসেবে সেই সময়টিকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি নির্মাতাদের।

২০০৭ সালে সঞ্জয়লীলা বানশালির হাত ধরেই বলিউডে অভিষেক হয় রণবীর কাপুরের। বানশালির পরিচালনায় ‘সাওয়ারিয়া’ ছবিতে সোনাম কাপুরের বিপরীতে অভিনয় করে সকলের মন জয় করে নেন। এরপর আবারও এই লাভ অ্যান্ড ছবিতে তাঁর সঙ্গে কাজ করতে দেখা যাবে। আলিয়াও দ্বিতীয়বারের জন্য কাজ করতে চলেছেন বানশালির সঙ্গে। এর আগে সঞ্জয়লীলা বানশালির পরিচালনায় ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নাম ভূমিকায় অভিনয় করেন আলিয়া। একদিকে সঞ্জয়লীলার অসাধারণ সিনেম্যাটিক উপস্থাপনা অন্যদিকে আলিয়ার অসাধারণ অভিনয় দক্ষতা দুইয়ের মিশ্রণে এক আলাদা সৃষ্টি দর্শকদের নজর কাড়ে। বানশালির সঙ্গে রণবীর-আলিয়ার কাজের অভিজ্ঞতা থাকলেও ভিকি কৌশল প্রথমবারের জন্য তাঁর সঙ্গে কাজ করবেন।

২০২৪ সালেই এই ছবির নাম ঘোষণা করা হয়। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানানো হয় ২০২৫ সালের বড়দিনে ছবিটি মুক্তি পাবে। পোস্টারটিতে লেখা ছিল, “আমরা আপনাকে সঞ্জয় লীলা বনসালির এপিক সাগা লাভ অ্যান্ড ওয়ার-এ নিয়ে এসেছি। মুভি ক্রিসমাস ২০২৫-এ দেখা হবে।” পোস্টারটির নীচে আলিয়া,রণবীর ও ভিকির নামের ওপর তাঁদের হস্তাক্ষরও ছিল। তবে শনিবারই জানা যায়, এই ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং নতুন তারিখও ঘোষণা করা হয়। প্রেক্ষাগৃহে এই ত্রয়ীর ভালোবাসা নিয়ে যুদ্ধের নতুন আখ্যান দেখতে অধীর আগ্রহে রয়েছেন অনুগামীরা।

Related Articles