বিনোদন
নৃত্যশিল্পী ও অভিনেত্রীর পর এবার রবীন্দ্রনৃত্যে ডক্টরেট ! কে ইনি ?
After the dancer and actress, Rabindra dance doctorate! Who is this?

The Truth Of Bengal : অভিনেত্রী দেবলীনা কুমারের মুকুটে নয়া পালক। নৃত্যশিল্পী, অভিনেত্রীর পর এবার তিনি রবীন্দ্রনাচে ডক্টরেট! বরাবর নাচে পারদর্শী তিনি। নাচতে ভালবাসেন। বিশেষ করে রবীন্দ্রনৃত্য। তাই এই বিভাগে বিশেষ সম্মান পাওয়ায় তিনি বেশি খুশি। দেবলীনা ডক্টরেটের শংসাপত্রের ছবি ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। বিবরণীতে লেখেন, অবশেষে ডক্টরেট ডিগ্রি হাতে এসেছে। এখন আমি ডঃ দেবলীনা কুমার লিখতে পারব।
তাঁর মতে, তিনি ‘টেগোর স্কুল অফ ডান্স’-এর এক গর্বিত গবেষক। এই সম্মান তাঁর কাছে অত্যন্ত দুর্লভ। এবং সত্যিই আনন্দের মুহূর্ত। এই সম্মানের জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। কৃতজ্ঞ তাঁর অনুরাগীদের প্রতি। তাঁদের ভালবাসা, সমর্থন না থাকলে তিনি কিছুই করে উঠতে পারতেন না। তাই আগামীতেও তাঁদের সমর্থন চেয়েছেন। পাশাপাশি উপলব্ধি, আরও বিনীত, নম্র হতে হবে।