বিনোদন

সাইবার প্রতারণার শিকার অভিনেতা! টাকা খোয়ালেন আফতাব

Aftab Shivdasani cyber crime victim

The Truth of Bengal: বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি । বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত আফতাব। তবে এখন হাতে বিশেষ কাজ নেই। এরই মধ্যে এল খারাপ খবর। সাইবার প্রতারণার শিকার হয়েছেন অভিনেতা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকা। তবে কিভাবে অভিনেতার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল বিপুল অঙ্কের টাকা। জানা যাচ্ছে, KYC মেসেজেই ওঁদ পেতে বসেছিল ফাঁদ।

KYC আপডেট করতেই অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই গায়েব হয়ে যায় লক্ষাধিক টাকা। ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন অভিনেতা। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন আফতাব। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘শাহেনশা’, ‘চালবাজ’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। তারপর নায়ক হিসেবে সফর শুরু করেন ‘মস্ত’ সিনেমার মাধ্যমে। চকোলেট হিরো হিসেবে খ্যাতি পান আফতাব। ‘কসুর’, ‘পিয়াসা’, ‘মস্তি’, ‘ক্যায়া কুল হ্যায় হাম’-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সাফল্যের গ্রাফ সময়ের সঙ্গে সঙ্গে নিচের দিকে নামতে থাকে।

শেষবার ২০২১ সালে মুক্তি পাওয়া কন্নড় ফিল্ম ‘কোটিগোব্বা ৩’তে দেখা গিয়েছে আফতাবকে। তারপর আর তেমন কোনও কাজ অভিনেতার ফিল্মোগ্রাফিতে নেই। তবে সোশাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করেন আফতাব।  তবে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যেতেই বেশ হতাশ হয়ে পড়েছেন অভিনেতা।

Free Access

Related Articles