এমি অ্যাওয়ার্ডস-এ আদিত্য-অনিলের ‘দ্য নাইট ম্যানেজার’
Aditya-Anil's 'The Night Manager' at Emmy Awards

Truth Of Bengal : ক্রাইম থ্রিলার ‘দ্য নাইট ম্যানেজার’-র ভারতীয় সংস্করণ সিরিজটির মুকুটে নয়া পালক আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৪-এ মনোনীত হল অনিল কাপুর, আদিত্য রায় কাপুর ও শোভিতা ধুলিপালিয়া অভিনীত ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ। ১৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুরের ডিজনি+ হটস্টার সিরিজ, দ্য নাইট ম্যানেজার সেরা নাটক সিরিজ বিভাগে মনোনযীত করেছে। ২১টি দেশের প্রতিনিধিত্বকারী ১৪টি বিভাগে মোট ৫৬টি মনোনয়ন স্বীকৃত করা হয়েছে।
দ্য নাইট ম্যানেজার সিরিজটি একই নামের ব্রিটিশ সিরিজের ভারতীয় সংস্করণ । সিরিজটির এই ভারতীয় সংস্করণটি তৈরি করেছেন সন্দীপ মোদি। ইতিমধ্যেই এই সিরিজের ২টি সিজন মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। সিরিজটিতে তিলোত্তমা শোম, রবি বহল, এবং শাশ্বত চ্যাটার্জিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। সিরিজটির প্রেক্ষাপট একজন ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী, একজন নাইট ম্যানেজাররের গল্পের ওপর ভিত্তি করে। যেখানে প্রেম, ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা নিয়ে বিপজ্জনক একটি খেলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শৈলেন্দ্র ওরফে শেলি নামে অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর এবং নাইট ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর।
সিরিজটি এমি অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়ার খবর শুনে খুশির বাঁধ ভেঙেছে অনিল কাপুরের। তিনি সংসবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি সন্দীপ এবং পুরো টিমকে ফোন করেছিলাম। আমরা একে অপরকে মেসেজ করছিলাম। এটি একটি অসাধারণ খবর।” সিরিজটির নির্মাতা সন্দীপ মোদি ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য এবং আনন্দে চোখে জল আসছে। ধন্যবাদ টিম। ধন্যবাদ, ঈশ্বর।” দ্য নাইট ম্যানেজারের পাশপাশি এই বিভাগে মনোনীত হয়েছে Les Gouttes de Dieu [Drops of God] (ফ্রান্স), The Newsreader – Season 2 (অসট্রেলিয়া), এবং Iosi, El Espia Arrepentido – সিজন 2 (আর্জেন্টিনা)। আগামী ২৫ নভেম্বর নিউ ইয়র্কে ঘোষণা করা হবে বিজেতাদের।