বিনোদন

স্বস্তিতে অভিনেতা প্রকাশ রাজ, এবার পঞ্জি কেলেঙ্কারিতে পেলেন ক্লিনচিট

Actor Prakash Raj is relieved, this time he got a clean chit in the Ponzi scam

The Truth Of Bengal : দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজকে পঞ্জি কেলেঙ্কারি মামলায় ক্লিনচিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল। তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত প্রণব জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন প্রকাশ রাজ। সেই সূত্রেই পঞ্জি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে ডেকে পাঠানো হয়েছিল।

ইডির তদন্তে প্রকাশ রাজের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে। প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। সংস্থাটি সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছিল বলে অভিযোগ।

গত ২০ নভেম্বর ইডি সংস্থাটির সঙ্গে যুক্ত বেশ কিছু বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তল্লাশিতে কিছু নথি, প্রায় ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছিল।

FREE ACCESS

 

 

 

Related Articles