ছোট থেকেই মাধুরীর ভক্ত, মনের কথা জানালেন বিদ্যা
A fan of Madhuri since childhood, Vidya shared her heart

Truth Of Bengal: ‘আমি যে তোমার’ গানে মঞ্চ মাতালেন বিদ্যা-মাধুরী। তাঁরই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে যেখানে ভুলভুলাইয়া ৩ এর গানে পা মেলাচ্ছেন দুই অভিনেত্রী। কিন্তু আচমকাই ভারসাম্য হারিয়ে পড়ে যান বিদ্যা বালন। তবে তা ক্ষনিকের জন্য। মুহূর্তেই স্বাভাবিক ছন্দে আসেন অভিনেত্রী। তিনি যাতে অপ্রস্তুত না হন সেকারণেই সামনে থাকা দর্শকরাও করতালি দিতে থাকেন। এরপরেই অভিনেত্রী তাঁর মনের কথা খুলে বলেন সবার সামনে।
View this post on Instagram
মাধুরী দীক্ষিত যখন খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তখন বিদ্যা বালন অভিনয় জগতে পা রাখেননি। তখন থেকেই মাধুরীর মতো নৃত্যশিল্পী হতে চাইতেন। আর এদিন যখন দুজন একমঞ্চে ছিলেন, তখন মাধুরীর কোনো গান নয় বরং বিদ্যা বালনের ছবির গান ‘আমি যে তোমার’-এ পা মেলান দুই অভিনেত্রী। যদিও ভুলভুলাইয়ার তৃতীয় সিক্যুয়েলে বিদ্যার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে ধক ধক গার্লকেও।
অনুষ্ঠানের পরে বিদ্যা মাধুরীর প্রশংসা করে বলেন, তেজাব-এর হিট ট্র্যাক, এক দো তিন-এ মাধুরীর অভিনয় দেখার পর থেকে তিনি সবসময় তাঁর সাথে নাচতে চেয়েছিলেন। তিনি বলেন, “আজ আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে। যখন আমি এক দো তিন দেখেছিলাম, তখন আমি তার মতো নাচতে চেয়েছিলাম এবং আজ, আমি তার সাথে পারফর্ম করেছি, অবশ্যই আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু সে যেভাবে সামলে নিয়েছেন আমাকে, হ্যাঁ তিনি মাধুরী দীক্ষিত।”
মুক্তির অপেক্ষায় কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’। তার আগেই ছবির গান প্রকাশের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। একেবারে প্রথম সিক্যুয়েল এর সেই আইকনিক গানকেই নতুনভাবে তুলে ধরেছেন নির্মাতারা।
২০০৭ এ বলিউডে ‘হরর-কমেডি’ জগতে প্রশংসা কুড়িয়েছিল ‘ভুলভুলাইয়া’। ২০২২ সালে মুক্তি পেয়েছিলো সিক্যুয়েল। ভুল ভুলাইয়ার প্রথম অংশে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং বিদ্যা বালান। প্রথম অংশে বিদ্যা ‘মঞ্জুলিকা’র ভূমিকায় অভিনয় করেছিলেন, তার সিক্যুয়ালে টাবু অভিনয় করেছিলেন। তৃতীয় অংশে বিদ্যা ও মাধুরী দুজনেই মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করছেন বলে মনে করছেন দর্শকমহল। এবারেও ‘রূহ বাবা’র ভূমিকায় দেখা কার্তিককে। ভূষণ কুমারের টি-সিরিজ দ্বারা প্রযোজিত ‘ভুল ভুলাইয়া ৩’ দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। আনিস বাজমি দ্বারা পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত, ‘ভুল ভুলাইয়া ৩’ তার পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে, হরর এবং কমেডির সমন্বয়ে। অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র-সহ অন্যান্য অভিনেতা।