বিনোদন

১৩ পেরিয়ে ১৪-তে পা! বিভেদ ভুলে ১৪তম বিবাহ বার্ষিকীতে ফের এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা

 

ছয় বছর পর আবার নতুন করে সংসার পেয়েছেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাদের ছেলে সহজের কথা ভেবেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১৭ সালে রাহুল এবং প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে তারা আলাদা থাকছিলেন। তবে ছেলে সহজের জন্য তারা সবসময়ই যোগাযোগ রাখছিলেন। একসময় তাদের মধ্যে আবার ভালোবাসা ফিরে আসে। এ বছরের ২৬ জুলাই রাহুল এবং প্রিয়াঙ্কা আবার বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা একসঙ্গেই রয়েছেন। ছেলে সহজও তাদের সঙ্গেই থাকে।

গত ১৮ নভেম্বর রাহুল এবং প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকী ছিল। এই বিশেষ দিনে রাহুল ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “১৩ পার করে ১৪ বছরে পড়লাম। হ্যাঁ, আমাদের এতটাই বয়স হয়েছে। শুভ বিবাহবার্ষিকী।”

Related Articles