মধুচন্দ্রিমায় কি আয়ারল্যান্ডে গেলেন পরমব্রত ও পিয়া? অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে!

গত ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। বিয়ের পর থেকেই দম্পতি মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন, সেই গন্তব্য নিয়ে কৌতূহল ছিল।
সোমবার সন্ধ্যায় পিয়া চক্রবর্তী নিজের ফেসবুকের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্রিসমাস ট্রি সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে পিয়া লিখেছেন, “ডাবলিনে এখন বড়দিনের মরসুম।”
এই ছবি দেখে অনেকেই মনে করছেন, পরমব্রত-পিয়া মধুচন্দ্রিমায় আয়ারল্যান্ডে গিয়েছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সত্যতা নিশ্চিত হয়নি।
সূত্রের খবর, পরমব্রত-পিয়া খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন। কারণ, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পরমব্রতের। আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজনও করেছেন তিনি।
পরমব্রত-পিয়া দম্পতির মধুচন্দ্রিমার গন্তব্য সম্পর্কে আরও জানার জন্য অপেক্ষা করতে হবে।