বিনোদন

ভারতের চেরনোবিল! ভোপাল গ্যাসের দুর্ঘটনার স্মৃতি উস্কে দিয়ে বছরের শ্রেষ্ঠ ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’

 

ওয়েব সিরিজে ফিরেছে ভূপাল গ্যাস দুর্ঘটনার দগদগে স্মৃতি। দা রেলওয়ে মেন এর টিজার নজর কেড়েছে। আর মাধোবন কে কে মেনন বাবিল খান এবং দিব্যেন্দু নজর কেড়েছেন এই ছবি ট্রেলারে।

১৯৮৪ সালের ডিসেম্বর মাসের ২ তারিখে কনকনে শীতের রাতে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড থেকে আচমকাই ছড়িয়ে পড়তে থাকে মিথাইল আইসোসায়ানাইড। বাতাস হয়ে ওঠে বিষাক্ত। মানুষেরা একের পর এক মৃত্যুর গহবড়ে চলে যেতে থাকে। সেই রাতের গল্পই চারটি এপিসোড এর মাধ্যমে এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে। পরিচালক শিব রাওয়াল বাস্তবের নায়কদের শ্রদ্ধা জানাতেই এই ওয়েব সিরিজটি তুলে ধরেছেন।

অভিনেতা আর মাধোবন এই ওয়েব সিরিজে রেলওয়ে জেনারেল ম্যানেজারের ভূমিকা অভিনয় করেছেন। কে কে মেননকে দেখা যাবে স্টেশন মাস্টার হিসাবে। দশ রাজ ফিল্মস এবং নেটফ্লিক্স এর যৌথ প্রচেষ্টায় গ্যাস দুর্ঘটনার ছবি তুলে ধরা হয়েছে ১৮ই নভেম্বর ওয়েব সিরিজের প্লাট ফর্মে । ১৮ই ওয়েব সিরিজটি দেখা যাবে।

Related Articles