বিনোদন

পর্দায় ‘কড়ক’ হলেও বাস্তবে আমি খুবই নরম! জানালেন পঙ্কজ ত্রিপাঠী

 

কলকাতায় ‘কড়ক সিংহ’ ছবির প্রচারণায় এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। তবে শহরে ঢুকেই তাঁর গলায় গুরুতর সংক্রমণ হয়। ফলে কথা বলতেও কষ্ট হচ্ছে তাঁর। তবুও শ্বশুরবাড়ির শহরকে ফেরালেন না। নতুন ছবি, কলকাতা এবং বাঙালিদের নিয়ে কথা বললেন।

ওটিটি-র ভূমিকা নিয়ে পঙ্কজ বলেন, “ওটিটি-র কল্যাণে এখন মানুষ ঘরে বসেই যেকোনো কনটেন্ট দেখতে পারে। এর ফলে ছবির দর্শকসংখ্যা বেড়েছে। তবে ওটিটি-তে একঘেয়েমি তৈরি হলে দর্শক চলে যাবে। তাই ভালো গল্প এবং ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকদের ধরে রাখার চেষ্টা করতে হবে।”

পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রী একজন বাঙালি। এ কারণে তিনি বাংলাদেশকে নিজের দ্বিতীয় দেশ বলে মনে করেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ খুব ভালো। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। একদিন অবশ্যই বাংলাদেশে গিয়ে কাজ করতে চাই।”

অবসর সময় পঙ্কজ ত্রিপাঠী কবিতা পড়তে এবং রান্না করতে ভালোবাসেন। তিনি বলেন, “আমি মনেপ্রাণে বাঙালি। তাই আমার অবসর সময় কাটে কবিতা পড়া, রান্না করা এবং ভাতঘুম দিয়ে।”

Related Articles