এত বছর ধরে তারা একসঙ্গে আছেন, কিভাবে? নিজেদের সম্পর্কের রহস্য জানালেন শ্বেতা-রুবেল

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে তাদের প্রেমের শুরু। যদিও প্রথম দিকে নিজেদের সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন তারা। তবে এখন তারা প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
সম্প্রতি শ্বেতা তার ইনস্টাগ্রামে রুবেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে শ্বেতার সিঁথিতে চওড়া সিঁদুর দেখা যাচ্ছে। এই ছবি দেখে অনেকেই মনে করছেন তারা হয়তো গোপনে বিয়ে করে ফেলেছেন।
শ্বেতা তার পোস্টে লিখেছেন, “কিছু কিছু সম্পর্ক বিধাতার লেখা থাকে, সেই সম্পর্কগুলোকে যত্ন করে রাখার দায়িত্ব, সম্পর্কে থাকা মানুষ দুটোকেই নিতে হয়।”
রুবেলও শ্বেতার পোস্টে কমেন্ট করে লিখেছেন, “আমার ভালবাসা, বিশ্বাস, ভরসা, শক্তি, সম্পর্কের আর এক নাম শ্বেতা।”
রুবেল এবং শ্বেতার প্রেম নিয়ে অনেক গুঞ্জন উঠলেও তারা কখনই সেগুলোর কোনও উত্তর দেননি। তারা তাদের সম্পর্ককে নিজের মতো করে এগিয়ে নিচ্ছেন।