বিনোদন

আবারো কি বিপদ আসতে চলেছে জগদ্ধাত্রী জীবনে?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে রোমাঞ্চের ডোজ ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গেছে, স্বয়ম্ভু রাজনাথ জগদ্ধাত্রীর উপর হামলার জন্য কে দায়ী তা জানতে চায়। রাজনাথ কঠোরভাবে অস্বীকার করে যে সে কাউকে টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য পাঠিয়েছে।

অন্যদিকে, জগদ্ধাত্রী এবং স্বয়ম্বু গুলি চালানোর রহস্য সমাধান করার চেষ্টা করছে। কিন্তু ছবি দেখেও জগদ্ধাত্রী বুঝতে পারছেন না আসলে কে তাকে গুলি করেছে।

এদিকে, জগদ্ধাত্রী ও স্বয়ম্বর বিবাহ বার্ষিকী উপলক্ষে কৌশিকী সবকিছু আয়োজন করে। সে নিজের হাতে জগদ্ধাত্রীকে সাজিয়ে তোলে। কিন্তু জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোতেই তার উপর আবারো হামলা হয়!

এই হামলার পিছনে কে? জগদ্ধাত্রী কি এবার রক্ষা পাবেন? এই প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে।

Related Articles