Lok Sabha Election 2024 : ইভিএমের ধাক্কায় ভাঙল তোরণ, সেও কি সম্ভব ?
Lok Sabha Election 2024 : The archway was broken by the impact of EVM, is it possible?

The Truth Of Bengal : সুদীপ রায়- মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে নির্বাচন প্রক্রিয়ার শুরুর প্রথম দিনেই বিপত্তি। ইভিএম ভর্তি কন্টেনার ভোটকেন্দ্রে ঢুকতে গিয়ে ভেঙে ফেলল স্কুলের তোরণ। ঘটনাটি ঘটেছে কান্দির ঘটনা। দুর্ঘটনা ঘটার পরই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, শিক্ষকসহ সকলে।
স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভার ডিসি আর সি (Dc Rc) সেন্টার করা হয়েছে কান্দি রাজ উচ্চবিদ্যালয়ে। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম মেশিন ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভেঙে ফেলে স্কুলের তোরণ। এ সকাল ১০.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপরই তোরণ সংস্কারের ক্ষতিপূরণের দাবিতে পথে নামেন এই স্কুলের শিক্ষকরা।
জানা যায়, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের এই তোরণটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল। কয়েক জন প্রাক্তন ছাত্র ও সরকারির উদ্যোগে সাত লক্ষ টাকা ব্যয়ে তোরণটি তৈরি করা হয়। সেটাই এইভাবে ভেঙে পড়ায় সকলেই ব্যাপক ক্ষুব্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কান্দির মহকুমাশাসক- উৎকর্ষ সিং, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা। দীর্ঘ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তোরণ সংস্কারের দাবি করা হয়েছে স্কুলের তরফ থেকে।