স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বর্ষসেরা বিজ্ঞানীদের তালিকায় হ্যাট্রিক সবঙের চিন্ময়ের
Chinmoy in Stanford University's Scientist of the Year list

The Truth of Bengal,Mou Basu: আন্তর্জাতিক বিজ্ঞান আঙিনায় ফের বাংলা তথা বাঙালির বিশ্বজয়। গোটা বিশ্বে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি আছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের। প্রতি বছর বছরের সেরা বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। পরপর ৩ বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম উঠেছে খড়গপুর আইআইটির প্রাক্তনী চিন্ময় চক্রবর্তীর। সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম ওঠা পশ্চিম মেদিনীপুরের সবঙে জন্ম হওয়া চিন্ময়ের এবার হ্যাট্রিক হল।গবেষণার কাজের ভিত্তিতে প্রতি বছর গোটা বিশ্ব থেকে বর্ষসেরা বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এবারের বর্ষসেরা বিজ্ঞানীদের তালিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে গত ৪ অক্টোবর।
তালিকা বেরতেই দেখা গেল ২০২১, ২০২২ সালের পর ২০২৩ সালের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম রয়েছে খড়গপুর আইআইটির প্রাক্তনী চিন্ময় চক্রবর্তীর।রাঁচির মেসরায় বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনা করেন চিন্ময় চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুরের সবঙের অখ্যাত গ্রাম পানিঠোরে পৈতৃক ভিটে চিন্ময়ের। আগাগোড়া মেধাবী ছাত্র চিন্ময় চক্রবর্তী ১৯৯৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। পিংলার করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। মাকাউট বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন খড়গপুর আইআইটিতে।
খড়গপুর আইআইটি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চ শিক্ষার পর ব্রাজিলের পিয়নে অবস্থিত ফেডারেল বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট ডক্টরেট করেন। ইউরোপেও গবেষণা করেন তিনি।দীর্ঘদিন ধরে গ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি গবেষণা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ২০০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে চিন্ময় চক্রবর্তীর। একাধিক বই লিখেছেন। একাধিক পেটেন্ট রয়েছে তাঁর নামে। একাধিক জার্নাল ও কনফারেন্সের তিনি এডিটোরিয়াল বোর্ডের সদস্য। কেন্দ্রীয় সরকারের দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং “প্রমিনেন্ট ইয়াং রিসার্চার” পুরস্কারে পুরস্কৃত করেছে চিন্ময় চক্রবর্তীকে।
Free Access