শিক্ষা

দেড় সপ্তাহ পর মাধ্যমিকের ফল, ফল জানা যাবে ওয়েবসাইটে

After a week and a half, the result of Madhyamik will be known on the website

The Truth of Bengal: আর দেড় সপ্তাহ পরেই বের হবে মাধ্যমিকের ফল। সেরকমই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি  রামানুজ গঙ্গোপাধ্যায়।২ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। চলে ১২ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দেন, ৯০দিনের মধ্যে ফল বের করা হবে। ১২মে শেষ হচ্ছে সময়সীমা।তার মধ্যে ফল প্রকাশের তত্পরতা লক্ষ্যণীয়। এবার মাধ্যমিক পরীক্ষা দেয় ৯লক্ষ ২৩হাজারের বেশি পরীক্ষার্থী।মোট পরীক্ষার্থীর   মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪, ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ । পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।সেই ৯লক্ষ ২৩হাজার পরীক্ষার্থীর ফলাফল জানা যাবে ওয়েবসাইটেও। ২০২৩ এ যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা গিয়েছিল সেগুলি হল, www.indiaresults.com,  wbresults.nic.in, www.exametc.com,  www.schools9.com সহ একাধিক পোর্টালে।এবার পরীক্ষার্থীদের ফলাফল হাতে হাতে তুলে দিতে তত্পরতা শুরু করেছে মধ্য শিক্ষা পর্ষদ।

Related Articles