সম্পাদকীয়

নিজেদের স্বার্থে আমাদের এগিয়ে আসতে হবে

We must come forward for our own interests

Truth Of Bengal: জলের অপর নাম জীবন। আর সেই পানীয় জল যারা অপচয় করে তারা চূড়ান্ত দয়িত্বজ্ঞানহীন। তারা জানে না নিজের জন্য তো বটেই আগামী প্রজন্মের জন্য কতটা ক্ষতি করছে। আবার এই অপচয় দেখা আমরা যারা চুপ করে থাকি, যারা মনে করি আমি তো অপচয় করছি না, তা হলে এত ভেবে লাভ কী তারাও কিছু কম দায়িত্বজ্ঞানহীন নই। অপচয় দেখেও কি আমরা আমাদের দায়িত্ব পালন করি সবসময়?

সবাই মিলিত ভাবে দায়িত্ব পালন করলে রোখা যায় পানীয় জলের অপচয়। মানসিকতায় বদল আনা যায় এমন দায়িত্বজ্ঞানহীনদের। সাধারণ মানুষের দায়িত্ব মনে করিয়ে দিয়ে এগিয়ে এল রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। পানীয় জলের অপচয় রুখতে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর দুটি হোয়াটসঅ্যাপ চালু করেছে। পানীয় জলের কোনও অপচয় হলে যেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবে যে কেউ। নম্বর দুটি হল- ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের সব জেলায় বিশেষ অভিযান শুরু করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।

পানীয় জল চুরি রুখতে কড়া পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও ভাবে জল অপচয় করা বা চুরি করা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দফতরের কর্তারা। একদিকে সাধারণ মানুষকে সচেতন করা অন্যদিকে কঠোর পদক্ষেপ গ্রহণ– এই দুই পথ অবলম্বন করে পানীয় জল অপচয় ও অপব্যবহার রোখা হবে। প্রশাসন জানিয়েছে, সচেতনতার বিশেষ প্রয়োজন রয়েছে মানুষের। আবার সাধারণ মানুষ সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করলে পানীয় জল নষ্ট বন্ধ করা সম্ভব। সেই জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই সরকারি উদ্যোগে শামিল হতে হবে। নিজে তো জল অপচয় করবেন না, সেই সঙ্গে আপনার বাড়ির পাশে কেউ জল অপচয় করলে নির্দিষ্ট নম্বরে তা জানিয়ে দিন। সামান্য এত কাজটুকু যদি আমরা করতে পারি তা হলে দেখবেন পানীয় জলের অপচয় রোধ করা যাবে অনেকটাই। তখন আমরা সবাই লাভবান হবো।