দুর্গাপুজো ২০২৪

নদিয়ায় প্রতিমা নির্মাণে অভিনব ভাবনা

Novel ideas in making idols

Truth Of Bengal, মাধব দেবনাথ, নদিয়া : বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে গড়ে উঠল দুর্গা প্রতিমা। বছর ১৩-র এক কিশোরের হাত দিয়েই গড়ে উঠেছে সেই প্রতিমা। নদীয়া জেলাতে ধরা পড়েছে এই ছবি। সংলাপ নাথ কৃষ্ণনগরের রাজারোড এলাকার একটি আবাসনের বাসিন্দা। সংলাপের হাতে তৈরি ওই মা দুর্গার প্রতিমা কাগজ, কাপড় ও ফেলে দেওয়া থার্মোকলের থালা দিয়ে তৈরি। প্রতিমাটি সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় একমাস। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও আরও একাধিক পরিবেশ বান্ধব জিনিস দিয়ে নানাবিধ জিনিস তৈরি করেছে এই প্রতিভাবান কিশোর।

বর্তমানে কৃষ্ণনগরেরই একটি বেসরকারী  ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করছে সে। বাড়ির ফেলে দেওয়া সমস্ত জিনিস পত্র দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরির বিষয়ে তার অঙ্কন শিক্ষক জানান তার প্রতিভার কথা। সঙ্গে তিনি জানান, সাংলাপ সারা বছরই নানান রকম এধরণের কাজের মধ্যে নিজেকে ব্যাস্ত রাখে। নিজের হাতে তৈরি দুর্গা প্রতিমা কোথাও পুজিত হবে না, নিজেদের বাড়িতেই রেখে দিতে চান সংলাপ। আগামীতে এভাবেই শিশুদের হাত ধরে ফুটে উঠুক নানান সৃষ্টি, এবং আরও দৃঢ়তা পাক পরিবেশবান্ধব চিন্তাভাবনা। আশা, সংলাপের অঙ্কন শিক্ষকের।

Related Articles