কলকাতা

আবারও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্যাহত মেট্রো পরিষেবা

Trying to commit suicide in the metro again! Metro services disrupted

Truth Of Bengal: আবারও মেট্রোতে আত্মহত্যার চেষ্টা! সোমবার বেলা ১১টা ৪৫ নাগাদ এক ব্যক্তি শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে আত্মহত্যা করার চেষ্টা করে। আর তার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্যাহত হয় মেট্রো পরিষেবা। আপাতত সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে চলছে মেট্রো পরিষেবা। তবে দমদম ও দক্ষিণেশ্বরের মাঝে স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর তরফ থেকে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা ৪৫ মি. নাগাদ শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। দমদমগামী মেট্রো আসতেই ঝাঁপ দেন ওই ব্যক্তি। তড়িঘড়ি কোনরকমে ব্রেক কষে মেট্রো থামান চালক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হন উদ্ধারকারী দল। তারপর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। তবে সামান্য চোটাঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। অবশ্য এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় কিছুই জানা যায়নি। এমনকি কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাও অজানা।

Related Articles