কর্মবিরতির জের, বিনা চিকিৎসায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের
The state government has announced a compensation of 2 lakhs to the families of the patients who died due to the strike

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। তবে এখনও বহাল ডাক্তারদের কর্মবিরতি। এমতাবস্থায় ওই ২৯ জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মমতা জানান, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’
প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার এক মাস পার। এখনও বিচার পায়নি তিলোত্তমা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য জুড়ে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না অবস্থানে রয়েছেন তারা। শুক্রবার ডাক্তারদের সেই ধর্নার চতুর্থ দিন। ওই কর্মসূচিতে শামিল হয়েছেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা।
রাজ্যের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার।