বিস্ময় বালকের অনন্য কীর্তি,মহাবিশ্ব সম্পর্কে কৌতূহল চতুর্থ শ্রেণীর ছাত্র
4th graders curious about the universe

Truth of Bengal: বিস্ময় বালক। চতুর্থ শ্রেণীতেই জানার আগ্রহ অগাধ। মহাবিশ্ব সম্পর্কে ক্লাসে শোনা কথা গুলোয় হুবহু বলতে পারে রাজদীপ দে। তার এই কথা শুনে মুগ্ধ সকলে। এই মুহূর্তে সেই কথাগুলো ঘুরছে নেট দুনিয়ায়। ভাইরাল আরামবাগের এই বালক। ভাইরালের দুনিয়ায় প্রত্যেকেই চায় নজর কাড়তে। সে যেভাবেই হোক না কেন। তবে গোঘাটের নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র রাজদীপ দে ভাইরাল তার ভাবনা চিন্তায়।
এই ছাত্র অবলীলায় গ্যালাক্সি মহাবিশ্ব সম্বন্ধে বলে চলে। তার বলা বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তে ঘুরে বেড়াচ্ছে। যদিও স্কুলের শিক্ষকেরা তা নিয়ে বিশেষভাবে মাথা ঘামান না। তারা মনে করেন স্কুলে যেভাবে আধুনিক পাঠ দেওয়া হয় তার মাধ্যমে শুধুমাত্র রাজদীপ দে নয় এই দক্ষতা রয়েছে প্রত্যেক পড়ুয়ার মধ্যেই।
এই বিস্ময় বালক অবলীলায় বলে চলে,“ লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হল ইউনিভার্স। কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হলো মাল্টিভার্স। জানার খিদেটাও অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় বেশি। তাই বিষয়টা অনেক ভালো রপ্ত করতে পেরেছে সে।
মহাবিশ্ব সম্পর্কে জানার পাশাপাশি তার ইচ্ছা রয়েছে। বিস্ময় বালককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। রাজদীপ বলে আমার মহাবিশ্ব সম্পর্কে জানতে ইচ্ছা করে। স্যারদের কাছে মহাবিশ্বের ব্যাখ্যা শুনতে আমার খুব ভালো লাগে। নানা প্রশ্ন জাগে মনে।