
Truth Of Bengal: ভারতের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্মার্টওয়াচ আনল Noise। অত্যাধুনিক প্রযুক্তির এআই প্রযুক্তি নির্ভর স্মার্টওয়াচের নাম Noise ColorFit Pulse 4 Max। কমপ্যাক্ট ও মেটালিক ফ্রেমের প্রিমিয়াম স্মার্টওয়াচ স্পেস ব্লু ও রোজ পিঙ্ক রঙে মিলবে। ওজন হালকা বলে সহজেই ব্যবহারের উপযোগী। স্ট্র্যাপটি নরম ও আরামদায়ক।
স্মার্টওয়াচের ডান পাশে ফাংশনাল ক্রাউন ও দ্বিতীয় বোতাম রয়েছে যার মাধ্যমে স্পোর্টস মোড ব্যবহার করা যাবে। এছাড়াও কলিংয়ের জন্য রয়েছে মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে । ডিসপ্লের টাচ রেসপন্স দ্রুত। বিশেষ এআই ফিচার AI Create রয়েছে যার মাধ্যমে নিজেদের কণ্ঠস্বরের মাধ্যমে ইউনিক ওয়াচ ফেস তৈরি করতে পারবেন ও মোবাইল ফোন ছাড়া তথ্য অনুসন্ধান করতে পারবেন।
ফিটনেস ট্র্যাকিংয়ের সুবিধার জন্য নানান রকম স্পোর্টস মোড ও হেলথ ফিচার রয়েছে। ফোন করা ও ধরার সুবিধা আছে এই স্মার্টওয়াচে। দাম মাত্র ২৭৯৯ টাকা। ২ ঘণ্টার পুরো চার্জে ব্যাটারি চলবে এক সপ্তাহ ধরে আর স্ট্যান্ডবাই মোডে ৩০ দিনের বেশি সময়।