কলকাতারাজ্যের খবর
রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন রাজ্যপালের
Governor wishes the people of the state on Independence Day

Truth Of Bengal : ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন সকালে ব্যারাকপুরে গান্ধীঘাটে তিনি প্রার্থনা সভায় যোগ দেন। এরপর তিনি গান্ধী স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যের মুখ্যসচিব উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া-সহ বিশিষ্ট জনেরা। প্রথা অনুযায়ী অনুষ্ঠানে রাজ্যপালের-সহ অন্যান্য সন্মানীয় অতিথিদের সামনে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে শোনানো হয়। হোমের আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান। তাঁদের সঙ্গে চরকাও কাটেন রাজ্যপাল।