কলকাতারাজ্যের খবর

চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি: আবেদন স্বাস্থ্য সচিবের

Requesting withdrawal of doctors' strike: Health secretary's request

 Truth Of Bengal: রাজ্যের স্বাস্থ্য সচিব সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করলেন। তিনি বলেন আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্য সরকার। দোষীদের শাস্তি হবেই জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, আরজিকরের ঘটনার তদন্ত সঠিক পথে যাচ্ছে বলে জানান তিনি।

এছাড়া তিনি সরকারের উপর আস্থা ও ভরসা রাখার আবেদন স্বাস্থ্য সচিবের। যত দ্রুত সম্ভব কর্মবিরতি প্রত্যাহার করে স্বাস্থ্য পরিষেবায় যোগ দিন আবেদন করেছেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে আরো বলেন, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি চাইনা আমরা। তিনি আরও জানান, আমরা যথাযথ তদন্ত নিশ্চিত করছি। কিন্তু রোগীদের কথা ভেবে পরিষেবা স্বাভাবিক করতে হবে।

কলকাতার পুলিশ কমিশনার এই ঘটনার তদন্ত বিশেষ দায়িত্ব নিয়ে দেখছেন। চিকিৎসকদের মর্যাদা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। স্বাস্থ্য সচিব জানান, চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের প্রভাব পড়েছে রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবায়। আর এই ঘটনার  মধ্যেই সাংবাদিক বৈঠক রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের।

 

Related Articles