রাজ্যের খবর

 ধান জমি এখনো জলের তলায় ধান চাষীদের মাথায় হাত

Paddy land is still under water, hands on the heads of rice farmers

The Truth Of Bengal,মনিরুল ইসলাম পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বহু এলাকায় থেকে এখনো জল নামেনি বীজতলা রোয়া জমি এখনো জলের তলায় রয়েছে। তাতে চাষীদের ফের দুশ্চিন্তা শুরু হয়েছে জলের তলায় থাকার ধানের বীজ পচে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে একদিকে যেমন পূর্বস্থলীর সবজি জমিতে ও জল দাঁড়িয়ে রয়েছে।

ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা কাটোয়া মহকুমা এলাকার এক চাষী বলেন এখনো বহু জমি থেকে জল নামেনি। তবে জল নেমে গেলে এবং বিজ পেলে এখনো রোয়া জাবে বিভিন্ন নদীর জল উপচে কাটোয়া মহাকুমার বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়েছিল। জল জমে তুলনামূলকভাবে নিচু এলাকায় জ্বলে এখনো জমে রয়েছে। এরই মধ্যে আমনের জন্য র জমিও রয়েছে কিন্তু জলে ডুবে যাওয়ায় তা পচে নষ্ট হয়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। তবে সেক্ষেত্রে নিচু এলাকায় দ্রুত জল নামছে না ফলে সেইসব এলাকা চাষীদের ফের বীজতলা তৈরি করতে হতে পারে।

সে ক্ষেত্রে চাষের খরচ অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন চাষীদের একাংশ জানা গেছে পূর্ব বর্ধমান জেলায় প্রতি বছরই এই সময় প্রায় তিন লক্ষ আশি হাজার হেক্টর কৃষি জমিতে আমন চাষের ধান হয় কাটোয়া ১ নম্বর ব্লক এলাকায় ৬০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে জল জমে আমন ধানের চারার দফারা পাওয়া হয়েছে কাটোয়া এক লোকের বাদ মুড়ো করস গ্রাম আলমপুর গাপুলিয়া এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও কাটোয়া দুই ব্লকের অগ্রদ্বীপ কড়ুই অঞ্চলে বেশি ক্ষতি হয়েছে।

কেতুগ্রাম এক ও দুই ব্লকের বহু এলাকায় জল জমে ধানের চারা পচে গিয়েছে কাটোয়ার মহকুমার এলাকার বেশ কিছু চাষী জানান। জল নেমে গেলেও নতুন করে ধানের বীজ পাওয়া মুশকিল সেক্ষেত্রে আবার দ্বিগুণ খরচ করে আর দিস তোলা তৈরি করা সম্ভব নয় সব শেষ হয়ে গেল এবার উল্লেখ্য কৃষি দপ্তরের আধিকারিকরা এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন ও ব্লক প্রশাসনের তরফ থেকে

Related Articles