হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার শিশুর পচা গলা দেহ
The rotting body of the child was recovered from the hospital toilet

The Truth Of Bengal: হাসপাতালের শৌচালয় থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে। সোমবার দুপুরে হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন রুমের বাথরুম থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার হয়। এদিন এক রোগীর আত্মীয় শৌচালয়ে গিয়ে শিশুর দেহটি পড়ে থাকতে দেখে। এরপর তার চিৎকারে ছুটি আছে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। রীতিমত হুলুস্থুল কান্ড বেঁধে যায় হাসপাতালে। এরপর হাসপাতালের তরফে সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশকর্মীরা। ঘটনার তদন্তের স্বার্থে ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বারে বৈঠক করে পুলিশ আধিকারিকরা।
এদিনের ঘটনায় হাসপাতালে নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রতিদিনের মতো শৌচালয় খোলা ছিল। তবে কিভাবে সকলের নজর এড়িয়ে কে ওই শিশুর দেহটি শৌচালয়ে ফেলে গেল? তবে কতদিনের শিশুর দেহ এটি তা এখনো স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এবিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অঙ্কুর চক্রবর্তী বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। সকাল থেকে শৌচালয় খোলা ছিল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।