SSC মামলায় নয়া মোড়! ২৬০০০ চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ মধ্যশিক্ষা পর্ষদের
New twist in the SSC case! Board of Madhya Shiksha presented sensational report in apex court in case of cancellation of 26000 jobs

The Truth Of Bengal: ২০১৬ সালে শিক্ষা নিয়োগের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে একধাকে চাকরি হারায় প্রায় ২৬০০ জন চাকরিপ্রার্থী । এবার, হাইকোর্টের রায়ের ২৪ ঘন্টার মধ্যে তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। বর্তমানে সর্বোচ্চ আদালতে সেই মামলা আপাতত ঝুলে রয়েছে। এইদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য অযোগ্য তে খোঁজ চালাচ্ছে সিবিআই।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে ২৬০০০ জনের চাকরি-বাতি মামলার শুনানি রয়েছে। এরই মাঝে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া প্রায় ২৫৮৪৪ দুজনের চাকরি যোগ্য বলে জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয়ে সুপ্রিম কোর্টে WBBSE ( West Bengal Board Of Secondary Education) জানিয়েছেন চাকরিতে যোগ্য অযোগ্য বলে কিছু হয় না। সকলে ই যোগ্য। এই বিষয়ে কোন অনিয়ম নেই। এছাড়ো পর্ষদ দাবি করেন যে, এস এস সি বোর্ড চাকরি ধরে ধরে স্ত্রুটিনির পর এমনই তথ্য উঠে এসেছে। এছাড়া হাইকোর্টের নির্দেশ বাতিল হওয়ার পর ওই ছাব্বিশ হাজার চাকরিতে নবম ও দশম শ্রেণী সহকারী শিক্ষক পদে যোগ্য চাকরি পেয়েছে প্রায় ১৩০৫৬ জন।
পাশাপাশি, একাদশ ও দ্বাদশ সরকারি শিক্ষক পদে চাকরি পেয়েছে ৫৭৫৭ জন, ক্লাব পদে চাকরি পেয়েছে ২৪৮৪ জন। এছাড়াও গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে ৪৫৪৭ জন। এই প্রসঙ্গে বোর্ডের যুক্তি, কাউন্সিলিং এরপর অনেকেই যোগদান করে না। যার ফলে অনেক শূন্য পথ থেকে যায়। তখনই একাধিক সুপারিশ বা নিয়োগপত্র দেখা যায়। এছাড়াও এই বিষয়ে শেষমেষ শীর্ষ আদালত কি জানাবি সেটিই এখন দেখার বিষয়।