রাজ্য সরকারের উদ্যোগে জঙ্গলমহলে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ, চালু হল ডায়ালিসিস ইউনিট
Free treatment in Jangalmahal under the initiative of the state government

The Truth of Bengal: জঙ্গলমহলের কিডনি রোগীদের সুরাহা করতে চালু করা হল ডায়ালিসিস ইউনিট।ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পিপিপি মডেলে এই ডায়ালিসিস ইউনিট তৈরি করা হচ্ছে।যেখানে দুঃস্থ পরিবারের রোগীরা বড় সুবিধা পাবে। রাজ্য সরকার বিনা পয়সায় পরিষেবা মেলার সুযোগ তৈরি করায় রোগীর পরিজনরা বেজায় খুশি।
জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্যের সুবিধার জন্য বাংলার সরকার প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নতি করেছে।তৈরি করা হয়েছে ৩টি সুপারস্পেশালিটি হাসপাতাল।নয়াগ্রাম,গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম। এছাড়াও রয়েছে, ঝাড়গ্রামে ৬টি গ্রামীণ হাসপাতাল। সেই উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু করা হল ডায়ালিসিস ইউনিট।পিপিপি মডেলে তৈরি এই হাসপাতালে ডায়ালিসিস সেন্টার থেকে কিডনি সংক্রান্ত চিকিতসা মিলবে। দুস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরের। আদিবাসী-প্রান্তিক মানুষদের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার মিশন নেওয়ায় সবমহলই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠছে। বিনামূল্যে এই পরিষেবা প্রদানের এই প্রশাসনিক দায়বদ্ধতায় খুশি জঙ্গলমহলবাসী।
প্রশাসনের তরফ থেকে আরো জানানো হয়েছে,এই রাজ্যে চালু করা হয়েছে বিনামূল্যে বিভিন্ন ধরণের স্বাস্থ্য পরিষেবা। আগে ৭টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা দেওয়া হত। পরে আরও ৪৫টি অন্যান্য স্তরের সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু করা হয়। সেই পরিষেবার সম্প্রসারণ করতে আরও ২৫টির ওপর সরকারি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।যার অঙ্গ হিসেবে নয়াগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের সংযোজন নয়াগ্রামের মানুষের বড় সুবিধা করে দিল। প্রাইভেট হাসপাতাল বা বেসরকারি জায়গায় ডায়ালিসিস বেশ খরচসাপেক্ষ। কিন্তু সরকারি জায়গায় এই পরিষেবা মিলছে একেবারেই বিনামূল্যে,আদিবাসীসমাজের কাছে এই ডায়ালিসিস ইউনিট পুজোর আগে উপহার বলে অনেকের অভিমত।