রাজ্যের খবর
বারুইপুর বাজারে আলুর দামে আগুন, রাজ্য সরকারের বিপণী সুফল বাংলায় স্বস্তি সাধারন মানুষের
Potato prices are on fire in Baruipur market, the state government's marketing benefits are a relief to common people in Bengal

The Truth Of Bengal : দক্ষিণ চব্বিশ পরগনা : বাবলু প্রামানিক : দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে অগ্নিমূল্য আলুর দাম নাজেহাল অবস্থা ক্রেতা থেকে বিক্রেতারা। চরম বাঁধার সম্মুখি হচ্ছেন আলুর। জ্যোতি আলু থেকে বারুইপুরে কাছারি বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকা বস্তা নিলে ১৬০০ টাকা পড়ে যাচ্ছে। নাজেহাল অবস্থা ক্রেতাদের প্রতিদিন নিত্য প্রয়োজন এর আলুর প্রয়োজন প্রতিপাতে বাঙালির আলু ছাড়া কোন রান্নাই হয় না সেই আলুর বাজার অগ্নি মূল্য।
একটু হলেও স্বস্তি রাজ্য সরকারের বিপণী সুফল বাংলায় বারুইপুর স্টলে আলু কিলো প্রতি বিক্রি হচ্ছে ২৮ টাকা ৫০ পয়সা পিয়াজ ৩৯ টাকা। সাধারণ ক্রেতা সরকারি বাজারে ঝুকছে। সাধারণ মানুষের অভিযোগ কবে যে ধর্মঘট থেকে অবরোহিতি দেবেন ট্রাক মালিকরা। কারোর জানা নেই আলুর দমে অগ্নি মূল্য হলে খাবে কি বাঙালি।