বিনোদন

অর্জুন-সৃজার বৈবাহিক জিবনে তিক্ততা? কী জানালেন অর্জুন!

Bitterness in the married life of Arjuna-Srija? What did Arjuna say!

Truth Of Bengal:আজকাল টলি-বলি যেকোনো যায়গায় কান পাতলে সম্পর্কের টানাপড়েনের কাহিনী শোনা যায়। কিছুদিন ধরে যিশু ও তাঁর স্ত্রী নীলাঞ্জনার সম্পর্কের মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে চলছে। এবার টলি পাড়ায় নয়া জল্পনার শুরু। শোনা যাচ্ছে, অর্জুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী সৃজার সম্পর্কের মাঝে হাজির হয়েছে তিক্ততার স্বাদ। অর্জুনের সমস্ত ছবি নাকি নিজের  ইনস্টাগ্রাম আইডি থেকে সরিয়ে দিয়েছে সৃজা। এর থেকেই শুরু তাঁদের সম্পর্কের টানাপোড়নের জল্পনা।

সম্প্রতি মার্কিন মুলুকে অনুষ্ঠিত ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে গিয়েছিলেন অর্জুন। সেখানে তিনি ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার পান, সে পুরষ্কার তাঁর হাতে তুলে দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোনা গিয়েছে,  সেখান  থেকে ফেরার পরই শুরু হয়েছে এই তিক্ততা। এমনকী, সৃজার ইনস্টাগ্রামে অর্জুনের সাম্প্রতিক অতীতের কোনও ছবি নজরে আসছে না।

 

View this post on Instagram

 

A post shared by Arjun Chakrabarty (@arjunchakrabarty)

এবার এই বিষয়েই মুখ খুললেন অর্জুন। সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁরা সাথেই আছেন। তিনি একেবারেই জানেন না কারা এসব খবর রটাচ্ছে। যেটা শোনা যাচ্ছে সেটা একেবারে ভুল। এদিকে সৃজার ইনস্টাগ্রামের কথাটা তুললে অর্জুনের বলেন, সৃজার ব্যক্তিগত কারণে সে ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে সরিয়েছে, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।অর্জুন আরও বলেন, ‘আমিও ব্যক্তিগত মানুষ’। কাজ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোস্ট করা পছন্দ না। অর্জুন-সৃজার বিবাহিত জীবন প্রায় দশ বছরের, তাদের মেয়েও রয়েছে। স্ত্রি-এর ইনস্টাগ্রামে অর্জুনের ছবি চোখে না পরলেও অর্জুনের আইডিতে সৃজার এখনো রয়েছে। এবং, সৃজার প্রোফাইলে সেন-এর সাথে চক্রবর্তী পদবী এখনো আগের মতোই বসে আছে।

Related Articles