আন্তর্জাতিক

বৈঠকে মুখোমুখি এস জয়শঙ্কর ও ওয়াং ই

S Jaishankar and Wang Ye face each other in the meeting

The Truth of Bengal: বছর দুই আগে গালওয়ান উপত্যকার রক্তাক্ত স্মৃতি এখনও তরতাজা।  অভিযোগ, প্রকৃতনিয়ন্ত্রন রেখার এপারে এখনও বেশ কয়েকটি জায়গায় পিপলস লিবারেশন আর্মি এখনও ঘাঁটি গেঁড়ে বসে আছে। এই আবহেই কাজাখাস্তানের রাজধানীর আস্তানায় আয়োজিত, এক সম্মেলনে পার্শ্ববৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। প্রায় এক বছর পর দুই বিদেশমন্ত্রী মুখোমুখি।

দুদেশের সেই আলোচনায় উঠে আসে সীমান্ত পরিস্থিতির কথা, খবর বিদেশমন্ত্রক সূত্রে। গালওয়াল পরবর্তী পর্বে ২০২০-র সেপ্টেম্বরে মস্কোয় এসসিও বৈঠকের সময়ই প্রকৃত নিয়ন্ত্রনরেখায় উত্তেজনা কমাতে দুই বিদেশমন্ত্রীর আলোচনা চলেছিল। বৃহস্পতিবারের এই বৈঠকের পর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তিনটি নীতি বিশেষ গুরুত্বপূর্ণ। সেই তিন নীতি হল – পাস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও সংবেদনশীলতা বজায় রাখা।

তাঁদের দুজনের সেই বৈঠকে উঠে আসে সীমান্তের বকেয়া সমস্যাগুলির দ্রুত সমাধানের বিষয়ও।  প্রসঙ্গত,  ওয়াং ই এবং এস জয়শঙ্করের স্বল্প সময়ের জন্য সাক্ষাত হয়েছিল মিউনিখ নিরাপত্তা সম্মেলনে। তবে সেই সময় কোনও রকম বৈঠকে জড়াননি তারা দুজনই। তার মধ্যেই অরুনাচল প্রদেশের এলএসিতে দলাই লামার সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের সংঘাত চরম আকার নিচ্ছে।

Related Articles