রাজ্যের খবর
Trending

Basirhat Shoking Video: ফাঁকা রাস্তায় তরুণীকে একা পেয়ে অসভ্যতামি, ভিডিও ঘিরে শোরগোল সামাজিক মাধ্যমে

The barbarism of finding a young woman alone on an empty street, the noise surrounding the video on social media

The Truth Of Bengal: ভিডিয়ো ভিডিও নিজের এক্স হ্যান্ডেল-এ পোস্ট করেছেন সিরাজ নুরানি নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি দাবি করেছেন ভিডিওটি বসিরহাট এলাকার। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। ওই ভিডিওতে দেখা যায় এক তরুণীকে দেখে রাস্তায় এক ব্যক্তির অসভ্যতামি। ফাঁকা রাস্তায় মোটর বাইক নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে। ওই রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে এক তরুণী।

ওই তরুণীকে দেখে মোটর বাইক থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অসভ্যতামি শুরু করে। তবে তরুণী কোন দিকে না তাকিয়ে রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছবি ক্যামেরাবন্দি করেছে কে বা কারা তার উল্লেখ নেই এক্স হ্যান্ডেল-এ পোস্ট করা ওই ব্যক্তির পোস্টে। এমনকি ভিডিয়োটি যে বসিরহাট এলাকারই তার কোন নথি সেখানে নেই।

পুলিশের কাছেও কোন অভিযোগ জমা পড়েনি। তবে সিরাজ নুরানি ভিডিওটি পোস্ট করে এরকম দাবি জানিয়েছে। কোথা থেকে ওই ভিডিয়ো তার হাতে এসেছে তা নিয়ে স্পষ্ট কোন ধারণা নেই। সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির পোস্ট করা ভিডিয়ো নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। খোলা রাস্তায় প্রকাশ্যে এ ধরনের অসভ্যতামি নিয়ে ছিঃ ছিঃ রব পড়েছে।

Related Articles