খেলা

ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে আলকারাজ

Alcaraz in the last four of the French Open

The Truth Of Bengal : ফের টেনিস কোর্টে দাপট আলকারাজের । লাল শুরকির কোর্টে এবার জয়লাভ করলেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জয়লাভ করার ফলে এবার সেমিফাইনালে পৌঁছলেন আলকারাজ। সেই সেমিফাইনালে আলকারাজের বিপক্ষে খেলতে চলেছেন সিনার । সিনারের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে আলকারাজ বলেছেন কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এর আগে নোভাক জোকোভিচ রোল্যান্ড গারো থেকে সরে দাঁড়ানোর পর ৪ জুন বিশ্ব রাঙ্কিং এর শীর্ষে উঠেছেন চিনার ।

এবার তার মুখোমুখি হতে চলেছেন। সিনারের সম্পর্কে স্পেনের এই টেনিস তারকা বলেছেন বিশ্বের সেরা প্রতিযোগি সিনার তিনি এই মুহূর্তে সেরা টেনিস খেলছেন। আর তার মুখোমুখি হতে চলেছেন স্পেনের এই টেনিস তারকা। তবে কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিপক্ষে ছিলেন স্টেফানোস চিচিপাস । প্রথম সেটে ৬-৩ গেমে জয়লাভ করেঞ স্প্যানিস তারকা । দ্বিতীয় সেটে লড়াই হাড্ডাহাড্ডি হাওয়ায় খেলা গড়াই টাইব্রেকারে। স্টেফানোস চিচিপাসের ও ও আলকারাজ এর মধ্যে এদিন ম্যাচের ফলাফল দাঁড়ায় 6-3, 7-6, 6-4। অর্থাৎ প্রথম সেট জেতেন আলকারাজ ।

পরে ফের যেতেন তিনি। অবশেষে তৃতীয় সেটে ছয় চার গেমে জয়ী হন আল-কারাজ। আলকারেজ এই ম্যাচে জয়লাভ করার পর স্টেফানোস বলেছেন , ছেলেটা খুব ভালো অসাধারণ খেলেছে। এবার সেমিফাইনাল জয়লাভ করে ফাইনালে ওঠার হাতছানি রয়েছে কার্লেস আল-কারাজ এর সামনে। ২১ বছরের এই টেনিস তারকা যেভাবে দাপট দেখাচ্ছেন তা নিয়ে প্রশংসা করছেন সব মহল।

 

 

Related Articles