কলকাতারাজ্যের খবর
Trending

Big Breaking: চিৎপুরে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত স্বয়ং রক্ষক! আবারও কাঠগড়ায় CRPF

Big Breaking: Women lodged a complaint of molestation, when CRPF jawan tried to molest her at Chitpur

The Truth Of Bengal: ভোট মিটতে আবার একবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ। বারুইপুরের পর এবার চিৎপুরে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত CRPF জাওয়ান। এদিন কলকাতার পাইকপাড়ায় ভোটের ডিউটি থেকে ফেরার সময় আরও এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ সিআরপিএফ জাওয়ানের বিরুদ্ধে। স্থানীয়রা ওই জাওয়ানকে ধরে ফেলে মারধর করে। এরপর চিৎপুর থানায় খবর দেওয়া হয়। দুই মহিলার অভিযোগের ভিত্তিতে পরে ওই জাওয়ানকে গ্রেফতার করা হয়। তবে কেন বাড়ছে এতবেশি মাত্রায় কেন্দ্রীয় বাহিনী মারফত এহেন অভিযোগের মাত্রা?

এর আগেও ভোট চলাকালীন ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৬ নম্বর বুথে। অভিযোগ পেয়েই সক্রিয় হয় কমিশন। সঙ্গে সঙ্গে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত জ‌ওয়ানকে।

যাদের ওপর সাধারণ মানুষ নিজেদের আস্থা রাখেন তাঁদের মারফত যখন এই ধরনের অভিযোগ ওঠে, সেখানে সিস্টেমের ওপর কথাও গিয়ে প্রভাব পড়ে। বদনাম হতে হয়। যে বাহিনীর ওপর নিরাপত্তা দায়িত্ব থাকে তাঁদের কাছে থেকে এধরনের আচরণে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন।

Related Articles