রাজনীতি

বিতর্কিত বিজ্ঞাপন: বিজেপিকে আদালত অবমাননার নোটিশ দিল তৃণমূল

Trinamool issued contempt of court notice to BJP

The Truth of bengal: বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে আদালত অবমাননার নোটিশ তৃণমূল কংগ্রেসের। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পার্টি করা হয়েছে। বিজেপি যদি ২৪ ঘণ্টার মধ্যে এক্স হ্যান্ডেল থেকে ধর্মীয় বিদ্বেষমূলক এবং আপত্তিকর বিজ্ঞাপন না সরায়, তা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

উল্লেখ, কিছুদিন ধরে বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকসভা নির্বাচন উপলক্ষে বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি। সেই সব বিজ্ঞাপনের বিষয়বস্ত নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। নাগরিক সমাজ থেকেও আপত্তি ওঠে। তৃণমূলের বিরুদ্ধে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়, যা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসক দল। সেই বিজ্ঞাপন নিয়ে হাই কোর্টে মামলা করে তৃণমূল। গত ২০ মে বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, এমন বিতর্কিত বিজ্ঞাপন আর কোনও সংবাদমাধ্যমে দেওয়া যাবে না। রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে বিজেপি। কিন্তু সেখানেও আগের রায় বহাল থাকায় সুপ্রিম কোর্টে যায় বিজেপি। বিজ্ঞাপন মামলায় হাই কোর্টের পর পর ধাক্কা খাওয়ার পর সোমবার সুপ্রিম কোর্টেও তোপের মুখে পড়ে বিজেপি।

সোমবার বিজেপির এই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে। কিন্তু, সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও কেভি বিশ্বনাথন মামলাটি শুনতে চাননি। বিজেপিকে পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, কোনও বক্তব্য থাকলে হাইকোর্টে যেতে হবে। পরে বিজেপির উদ্দেশে বিচারপতিদের মন্তব্য, ‘অন্যকে খাটো করে দেখানো এইসব বিজ্ঞাপনে শুধু আপনাদেরই লাভ হয়।‘

বিজ্ঞাপনগুলির কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে জানিয়ে হাই কোর্ট আগেই নির্দেশ দেয় ওই বিজ্ঞাপনগুলি আর সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না। সেই রায় বহাল থাকে সুপ্রিম কোর্টেও। তারপরও বিজেপির এক্স হ্যান্ডেলে রয়ে গিয়েছে ধর্মীয় বিদ্বেষমূলক এবং আপত্তিকর বিজ্ঞাপন। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই বিজ্ঞাপন না সরানো হয়, তা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে বিজেপিকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে তৃণমূল।

Related Articles