পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন
Keep some things in mind before buying a power bank

The Truth Of Bengal,Mou Basu:আধুনিক কেতাদুরস্ত জীবন স্মার্টফোন বা মোবাইল ফোন ছাড়া অচল। ফোনের
চার্জ শেষ হয়ে গেলেই আমরা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে উঠি। তবে বর্তমানে অনেকেই এই সমস্যার সমাধানে Power Bank ব্যবহার করে থাকেন। কিন্তু এই গ্যাজেটটি কেনার সময় আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিই মাথায় রাখি না। যে কারণে পরে নানান সমস্যায় পড়তে হয় আমাদের। তাই Power Bank কেনার সময় কোন কোন বিষয় নজরে রাখতে হবে—
১) চার্জিং ক্যাপাসিটি: Power Bank কেনার সময় সবচেয়ে আগে দেখতে হবে সেটি কত ক্যাপাসিটির। পাওয়ার কত এমএএইচ-এর তা দেখে নেওয়া ভীষণ জরুরি। আসলে এমএএইচ দ্বারাই পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা পরিমাপ করা হয়, অর্থাৎ যত বেশি এমএএইচ সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক হবে সেটির চার্জিং ক্ষমতাও তত বেশি হবে।
২) গুণমান এবং নিরাপত্তা: সব সময় একটি ভালো মানের Power Bank কেনা উচিত। কারণ পাওয়ার ব্যাঙ্কের মান ভালো না হলে, এটি যন্ত্রকে প্রভাবিত করতে পারে। পাওয়ার ব্যাঙ্কে ইন্টিগ্রেটেড সার্কিট থাকতে হবে। যাতে ওভার চার্জিং এড়ানো যায়। শর্ট সার্কিট না হয়।
৩) পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি শক্তিশালী হওয়া জরুরি। লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন সেল দিয়ে তৈরি ব্যাটারি হতে হবে।
৪) সংযোগের সুবিধা: পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যে, এতে ডিভাইস চার্জ করার একাধিক বিকল্প আছে কিনা। অর্থাৎ স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা এবং বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজের সাথে পাওয়ার ব্যাঙ্ককে সংযুক্ত করা যাবে কিনা। এছাড়াও, দেখতে হবে একই সময় পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি একাধিক ডিভাইস চার্জ করতে পারছেন কিনা। ন্যূনতম ২টি ইউএসবি পোর্ট থাকা দরকার।
৫) পাওয়ার ব্যাঙ্কের এলইডি ইন্ডিকেটর বলে দেবে কত সংখ্যক গ্যাজেট চার্জ দেওয়া হচ্ছে। ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কে থাকে এলইডি ইন্ডিকেটর লাইট, যেটি ব্যাটারি স্তর এবং চার্জিং-এর স্থিতির মত একাধিক বিষয়গুলি শনাক্ত করতে সাহায্য করে।
৬) Power Bank কেনার সময় সব সময়ই যে কোনো ভালো ব্র্যান্ডকে বেছে নেওয়া উচিত। কারণ, ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কগুলিতে ব্যবহৃত ব্যাটারি এবং চার্জিং সার্কিট-এর মতো অভ্যন্তরীণ উপাদানগুলিও উন্নতমানের হয়ে থাকে, যেটি অবশ্যই ডিভাইসের জন্য ভালো।